Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কমসূচী (পিইডিপি-৩) এর আওতায় ২০১১-২০১২ অর্থ বছর হতে ২০১৭-২০১৮ অর্থ বছর পর্যন্ত  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিম্নবণিত প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

১। বিষয়ভিত্তিক প্রশিক্ষণ বাংলা -         ১৫০ জন

২। বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ইংরেজি-      ৩৭৫ জন         

৩। বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রাথমিক গণিত-    ২৭৫ জন

৪। বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রাথমিক বিজ্ঞান-    ১৫০ জন

৫। বিষয়ভিত্তিক প্রশিক্ষণ বাংলাদেশ ও বিশ্বপরিচয়-  ১৫০ জন

৬। Other than five subject এর সংগীত প্রশিক্ষণ-       ১৮০ জন

৭। Other than five subject এর শারীরিক শিক্ষা প্রশিক্ষণ-  ১২৫ জন

৮। Other than five subject এর  চারু ও কারুকলা প্রশিক্ষণ- ১৫০ জন

৯। নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ইনডাকশন প্রশিক্ষণ-  ১৭৬ জন

১০। " Teachers Support Network (TSN) through Lesson Study"  বিষয়ক প্রশিক্ষণ-  ১৫০ জন

১১। "Competency based items development, marking and test administration" বিষয়ক প্রশিক্ষণ- ৮১০ জন

১২। প্রাক প্রাথমিক শিক্ষা বিষয়ে প্রশিক্ষণ-    ১৮৮  জন

১৩। প্রধান শিক্ষকদের লিডারশীপ প্রশিক্ষণ-   ১৬৮   জন

১৪। প্রধান শিক্ষকদের একাডেমিক সুপারভিশন প্রশিক্ষণ -   ৭৫  জন

১৫।  প্রধান শিক্ষকদের " শিক্ষাক্রম বিস্তরন " প্রশিক্ষণ -        ১৪৫  জন

১৬। চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণের আওতাভুক্ত প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন কোর্স -১৫০ জন

 


এই দপ্তর হতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদান পদ্ধতির উপর বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের বিদ্যালয় ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদান করা হয়, বিদ্যালয় ব্যবস্থাপনার কমিটির সদস্যগণকে বিদ্যালয় পরিচালনা বিষয়ক নানা প্রশিক্ষণ প্রদান করা হয়। এই দপ্তরের কর্মকর্তাগণ বিদ্যালয়ের একাডেমিক সুপারভিশন কার্যক্রম পরিচালনা করেন এবং বিদ্যালয় পর্যায়ে পরিকল্পনা বাস্তবায়ন ও শিক্ষকগণকে একাডেমিক সহায়তা প্রদান করেন। এছাড়াও প্রাথমিক শিক্ষা বিষয়ে বিভিন্ন ধরণের গবেষণা ও একশন রিসার্চ পরিচালনা করা হয়। উপজেলা রিসোর্স সেন্টার টি ঈশ্বরগঞ্জ পৌরসভাধীণ চরনিখলা মডেল সরকারী প্রাথমিক ...

 


 চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কমসূচী (পিইডিপি-৪)  ২০১৮-২০১৯  অর্থ বছর হতে শুরু হয়েছে। ২০২১-২০২২ অর্থ বছর পর্যন্ত  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিম্নবণিত প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।


 ১।"Competency based items development, marking and test administration" বিষয়ক প্রশিক্ষণ-  ব্যাচ- ১০  সংখ্যা-৩০০ জন

২। নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ইনডাকশন প্রশিক্ষণ ব্যাচ- ০৩ সংখ্যা- ৭৫ জন

৩। বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণ  ব্যাচ-০৩ সংখ্যা-৯০ জন

৪। বিষয়ভিত্তিক ইংরেজি প্রশিক্ষণ  ব্যাচ- ০৩ সংখ্যা- ৯০ জন         

৫। বিষয়ভিত্তিক  বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রশিক্ষণ ব্যাচ- ০৬ সংখ্যা- ১৮০ জন

৬। বিষয়ভিত্তিক  প্রাথমিক বিজ্ঞান প্রশিক্ষণ  ব্যাচ- ০৬ সংখ্যা-  ১৮০ জন

৭। Other than five subject এর সংগীত প্রশিক্ষণ ব্যাচ- ০২ সংখ্যা- ৬০ জন

৮। Other than five subject এর শারীরিক শিক্ষা প্রশিক্ষণ ব্যাচ- ০১ সংখ্যা-৩০ জন

৯। গণিত অলিম্পিয়ার্ড  প্রশিক্ষণ ব্যাচ- ০৫ সংখ্যা- ১৫০ জন।

১০। ডিউপার্ট সম্বলিত প্রাথমিক বিজ্ঞান প্রশিক্ষণ ব্যাচ- ০২ সংখ্যা ৬০ জন। 

১১। গণিত অলিম্পিয়ার্ড  প্রশিক্ষণ ব্যাচ- ০৫ সংখ্যা- ১৫০ জন।