Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে দক্ষ শিক্ষক গড়ে তোলা। শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য প্রশিক্ষণ প্রদান। Lesson Study ও  Action Research পরিচালনা করা।

আমাদের বিষয়ে. ভিশন ও মিশন; অর্জনসমূহ; কর্মকর্তাবৃন্দ; কর্মচারীবৃন্দ. কর্মসম্পাদন ব্যবস্থাপনা. প্রজ্ঞাপন/পরিপত্র/নীতিমালা; চুক্তিসমূহ; চুক্তির কাঠামো; APMS. আইন ও বিধি. বিভাগীয় মূল আইন; বিধিমালা; নীতিমালা; নির্দেশিকা. তথ্য অধিকার. তথ্য প্রদানকারি কর্মকর্তা; তথ্য আইন ও বিধিমালা; কর্মকর্তা ও আবেদনকারির নির্দেশিকা; তথ্যের আবেদন ফরম. সেবাসমূহ. সেবা কুঞ্জ; সিটিজেন চার্টার; কী সেবা কিভাবে ...এই দপ্তর হতে সরকারি রেজি: বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদান পদ্ধতির উপর বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের বিদ্যালয় ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদান করা হয়, বিদ্যালয় ব্যবস্থাপনার কমিটির সদস্যগণকে বিদ্যালয় পরিচালনা বিষয়ক নানা প্রশিক্ষণ প্রদান করা হয়। এই দপ্তরের কর্মকর্তাগণ বিদ্যালয়ের একাডেমিক সুপারভিশন কার্যক্রম পরিচালনা করেন এবং বিদ্যালয় পর্যায়ে পরিকল্পনা বাস্তবায়ন ও শিক্ষকগণকে একাডেমিক সহায়তা প্রদান করেন। এছাড়াও প্রাথমিক শিক্ষা বিষয়ে বিভিন্ন ধরণের গবেষণা ও একশন রিসার্চ পরিচালনা করা হয়। উপজেলা রিসোর্স সেন্টার টি ঈশবগ পৌরসভাধীণ চরনিখলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালইয়ের পাশে অবস্থিত।